পজেটিভ ও হেলদি লাইফস্টাইলে সবাইকে উৎসাহিত করতে ৪র্থ বারের মতো আবার শুরু হয়েছে ঢাকা হাফ ম্যারাথন ২০২১ সাথে আছে পোলার। ১৯-২১ ফেব্রুয়ারি ২০২১, ৭.৫কিমি রান ও ২১.১ কিমি হাফ ম্যারাথন – এই দুই ক্যাটাগরিতেই অনুষ্ঠিত হবে এবারও।
ঘরে বসেই চলুক দারুণ প্র্যাক্টিস-প্রিপারেশন। সুস্বাস্থ্যে মন ভালো থাক সবার।